চতুর্থবারের মতো আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছে এমএফজেএফ

চতুর্থবারের মতো আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছে এমএফজেএফ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ডে চতুর্থ বারের মতো আন্তর্জাতিক পুরস্কার পেতে যাচ্ছে মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন সমাজ কল্যাণে বিশেষ অবদানের জন্য তিনটি আন্তর্জাতিক পুরস্কার (মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার, সাউথ এশিয়া বিজনেস এন্ড লিডারশীপ অ্যাওয়ার্ড, কমন ওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড) অর্জনের পর MFJF এর প্রতিষ্ঠাতা এবং MFJF চতুর্থ আন্তর্জাতিক পুরস্কার “Asian Excellence achievers Award 2024” এর জন্য মনোনীত হয়েছে। এশিয়ান বিজনেস পার্টনারশীপ সামিট এবং সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশীপ MFJF কে এই সম্মানে ভূষিত করেছে।

মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন পরিবেশ রক্ষা, যুব সমাজের উন্নয়ন, নারীদের স্বাবলম্বি ও সমাজের উন্নতির লক্ষে কাজ করছে। প্রতিষ্ঠার পর থেকে এই পর্যন্ত প্রায় ২৮টি কর্মসূচি বাস্তবায়ন করেছে এই সংগঠন।

সম্প্রতি সীতাকুণ্ড উপজেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়ন করে এবং উপজেলা নির্বাহী অফিসার কে. এম. রফিকুল ইসলাম এর সহযোগিতায় অনলাইন ভিত্তিক স্পোকেন ইংলিশ কোর্স এর উদ্বোধন করে এমএফজেএফ। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ইংরেজিতে কথা বলায় পারদর্শী করে গড়ে তোলার উদ্দেশ্যে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::