ঈদগাঁওতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় সমবায় দিবস পালিত

ঈদগাঁওতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় সমবায় দিবস পালিত

আনাছুল হক, ঈদগাঁও (কক্সবাজার)::কক্সবাজারের নবগঠিত উপজেলা ঈদগাঁওতে আজ শনিবার (২ নভেম্বর) ২০২৪ সালের জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।

“সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও সমবায় সমিতির উদ্যোগে দিবসটি পালিত হয়। অনুষ্ঠানে সমবায় আন্দোলনের গুরুত্ব এবং বৈষম্যহীন সমাজ গঠনের প্রতিজ্ঞা গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

অনুষ্ঠানটি ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়, যেখানে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বাজারের শাপলা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় স্কুল প্রাঙ্গণে ফিরে আসে। র‍্যালিতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সমবায় সংশ্লিষ্টরা, এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা। আরও উপস্থিত ছিলেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মছিউর রহমান, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসাইন, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজ জনি, উপজেলা সমবায় অফিসার দিদারুল ইসলাম, এবং সিনিয়র সাংবাদিক সেলিম উদ্দিন।

এই আয়োজনের মাধ্যমে সমবায় আন্দোলনের মূল উদ্দেশ্য ও জাতীয় সমবায় দিবসের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা হয়।

Leave a reply

Minimum length: 20 characters ::