বরিশালে ওয়ার্কার্স পার্টির ১৩ দফা দাবিতে মানববন্ধন

বরিশালে ওয়ার্কার্স পার্টির ১৩ দফা দাবিতে মানববন্ধন

বরিশাল: রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ না করা, বন্যা পরিস্থিতিতে কৃষকদের বিনা সুদে ঋণ দেওয়াসহ ১৩ দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছে ওয়ার্কার্স পার্টি।

বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে জেলা সভাপতি নজরুল হক নিলুর সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন রতন চক্রবর্তী, ওয়ার্কার্স পার্টির জেলা শাখার সাধারণ সস্পাদক টিপু সুলতান, মোজাম্মেল হক ফিরোজ, উজিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি শামিল শাহরোখ তমাল, জাহাঙ্গীর চৌধুরী প্রমুখ।

বক্তারা বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রণোদনা দেওয়াসহ সব স্তরে দুর্নীতি বন্ধের দাবি জানান।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি