তিনি বলেন, আমাদের সঙ্গে কোনো কনসালটেশন না করেই পদ্মা ব্যাংক বছর বছর এফডিআর রিনিউ করছে। তাদের বর্তমান বক্তব্য ২০৩৮ সালের আগে তারা এ টাকা দিতে পারবে না। না সুদ, না আসল। এ রকম সমস্যা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়েও আছে। সে বিষয়ে আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে।সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এসব টাকা দুর্বল ব্যাংকে কোন বিবেচনায় রাখা হয়েছে, বলতে পারি না। এটি তো পাবলিক মানি। সিদ্ধান্ত হয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংককে বলা হবে। বাংলাদেশ ব্যাংক সেসব মন্ত্রণালয়ের সঙ্গে বসে রোডম্যাপ তৈরি করে দেবে, যাতে এ পাবলিক মানি আমরা ফেরত পেতে পারি।
ব্যাংকিং খাত ভঙ্গুর উল্লেখ করে তিনি বলেন, ব্যাংকিং সংস্কারে কতটা সময় ধরে প্রচেষ্টা দিতে হচ্ছে, এর একটি সামান্য নমুনা আপনাদের সামনে তুলে ধরলাম।
এ টাকা কবে পাওয়া যাবে, তা জানলে খুশি হতেন জানিয়ে রিজওয়ানা বলেন, দ্রুতই মিটিংটা ডাকা হবে। ব্যাংকগুলোর বাস্তব অবস্থা বিবেচনায় নিতে হবে। তারপর কত সময়ে দিতে পারবে, তারা বলবে। ২০৩৮ সালের কত আগে, কত অনুপাতে ফেরত আনা যায়, তা রোডম্যাপে বলা হবে। এক প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান বলেন, আমরা জলবায়ু পরিবর্তন ফান্ডের টাকা সরকারি ব্যাংকে রাখছি। তাদের বন্ড কেনার সিস্টেম আছে। ইন্টারেস্ট বেশি পাওয়া যায়। ব্যাংকে টাকা কে, কেন এবং কোন ব্যাংকে রেখেছিল, সেসব অনুসন্ধান করে জবাবদিহির আওতায় আনার কথা ভাবছি।
যুব ও ক্রীড়া ফাউন্ডেশন আছে জানিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, শ্রম কল্যাণের অধীনে ফাউন্ডেশন আছে। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের প্রাইভেট ব্যাংকে ১১৪ কোটি টাকা রাখার খোঁজ পেয়েছি। দুটি ফাউন্ডেশনের অর্থ আলাদা। অর্থের পরিমাণ কত, তা জানব। প্রতিটি মন্ত্রণালয়ের এফডিআর আছে। গভর্নর বলেছেন, কিছু ব্যাংক দেউলিয়ার দিকে যাচ্ছে। সেক্ষেত্রে পাবলিক মানি যেন জনগণের জন্য রিস্টোর (উদ্ধার) করা যায়, জনগণের কাজে লাগানো যায়।