মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি : বরিশালের মেহেন্দিগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৯ দফা বাস্তবায়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর ৩টায় মুক্তি যোদ্ধা পার্ক (বালুর মাঠ) প্রাঙ্গণে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার গাজী মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আসাদুল্লাহ আল গালিব এর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতি সৈয়দ এছাহাক মুহাম্মদ আবুল খায়ের,
বিশেষ অতিথি বরিশাল জেলা ইসলামি আন্দোলন এর সহ-সভাপতি শেখ সামছুল আলম মিলন, ইসলামি আন্দোলন বরিশাল জেলা শাখার সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম। এ সময় প্রধান অতিথি বলেন ছাত্র জনতার গনঅভ্যুত্থানে সকল শহীদদের আল্লাহ জান্নাতবাসী করুক, আমাদের অর্জিত বিজয় রক্ষা করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, আসুন সকলে আমরা ইসলামের পতাকাতলে একত্রিত হই, একমাত্র ইসলামী শাসন ব্যবস্থাই পারে অশান্ত পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনতে। দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের মোকাবেলা, দুর্নীতি, সন্ত্রাস, বৈষম্য ভোটাধিকার রক্ষার্থে ( পি,আর) পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে ৯দফা দাবি তুলে ধরেন। সমাবেশে আরও উপস্থিত ছিলেন, ইসলামি আন্দোলন এর মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা সুলতান আহম্মেদ বেপারী, মাওলানা সাইফুল ইসলাম, সহ বিভিন্ন নেতৃবৃন্দ। এছাড়াও গণ সমাবেশে অংশ নেয় ইসলামি ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।