প্রণব কুমার সাহা, মাদারীপুর প্রতিনিধি : ঈদকে টার্গেট করে প্রথম রোজার দিনেই মাদারীপুরের রাজৈর -টেকেরহাট বন্দর থেকে লোক অপহরণ করে গাড়িতে তুলে নিয়ে পালানোর সময় ডিবির পরিচয়ে ৬ অপহরণকারীকে গ্রেফতার করেছে রাজৈর থানা পুলিশ । বুধবার (১৩ মার্চ) দুপুরে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার থেকে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ কামরুল হাসান সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চত করেছেন। এ সময়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. মনিরুজ্জামান ফকির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আলাউল হাসান, সহকারী পুলিশ সুপার (শিবচর ও রাজৈর সার্কেল) রব্বানী হোসেন, রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার উপস্থিত ছিলেন । সংবাদ সম্মেলনে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার থেকে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ কামরুল হাসান জানান, মঙ্গলবার দুপুরে রাজৈর থানার টেকেরহাট বন্দর থেকে কাজল ভুইয়া নামে এক ব্যবসায়ীকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে একটি মাইক্রোবাসে তুলে মারধর করে। এরপর তার স্বজনদের কাছে ৫ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে। দিনদুপুরে জনাকীর্ণ এলাকায় এই অপহণের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ঘটনাটি রাজৈর থানা পুলিশকে অবগত করে। পুলিশ তৎক্ষনাত অভিযান চালিয়ে অপহরণের অভিযোগে ৬জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হলেন-পিরোজপুর জেলার সাতুরিয়া থানার ডুমজুরি গ্রামের মোঃ আব্দুল মান্নান হাওলাদারের ছেলে মোঃ সোহেল হাওলাদার (৩২), মোঃ আলতাব খানের ছেলে মোঃ তালেব খান (২৯), মৃত- মুনসুর আলী গাজীর ছেলে মোঃ জসিম উদ্দিন ওরফে সবুজ গাজী (৪০), ও চিরাপাড়া গ্রামের মোঃ ছালেক শরিফের ছেলে মোঃ মিরাজ শরিফ (৩৫) ও বিড়ালজুরি গ্রামের মৃত আলী আকবার হাওলাদারের ছেলে মোঃ খাইরুল ইসরাম হাওলাদার (৩৮), এবং পাড় সাতুরিয়া গ্রামের মৃত কেএম রুহুল আমিন খলিফার ছেলে জুনায়দুল আমিন ওরফে কে এম রুবেল (৪৫)। এই ঘটনায় মঙ্গলবার রাতেই রাজৈর থানায় একটি মামলা দায়ের করে পুলিশ। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করে।
তিনি আরও জানান, অপহরণকারীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।