প্রণব কুমার সাহা, মাদারীপুর প্রতিনিধি : “করলে জাটকা সংরক্ষণ, বাড়বে ইলিশ উৎপাদন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের শিবচর
উপজেলার পদ্মা নদীতে জাটকা সংরক্ষণ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১ মার্চ) বেলা ১১টায় পুরাতন কাঠালবাড়ী ফেরিঘাটে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৪ এর আলোচনাসভা, বেলুন উড়ানো ও নৌ র্যালির মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিবচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বি.এম আতাউর রহমান (আতাহার) । শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রিয়াজুর রহমান এর সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা, মাদারীপুর জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মোঃ আনিসুজ্জামান। এছাড়াও মাদারীপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তপন কুমার মজুমদার, রাজৈর উপজেলা মৎস্য কর্মকর্তা
মানিক মল্লিক, মাওয়া কন্টিনজেন্ট কমান্ডার ফয়েজ আহমদ পিও (সিডি), শিবচরের চরজানাজাত নৌ-পুলিশ ফাঁড়ীর এসআই ছগির মিয়া, সাংবাদিক , জনপ্রতিনিধি, জেলে সম্প্রাদায়সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। আজ ১১ মার্চ থেকে আগামী ১৭ মার্চ পর্যন্ত চলবে এ জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৪ ।
। কর্মসূচি উপলক্ষে আলোচনা সভা ও বেলুন উড়ানো শেষে পদ্মায় বর্ণাঢ্য নৌ-র্যালি বের করা হয়। এতে অংশ নেয়া নৌযান গুলোতে “করলে জাটকা সংরক্ষণ, বাড়বে ইলিশ উৎপাদন” স্লোগানসহ নানা সচেতনতামূলক বাণী স্থান পায়। এর আগে
এসময় মাদারীপুর জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা বলেন , আলোচনাসভা ও নৌ র্যালিতে অংশগ্রহণকারীরা পদ্মাসহ সকল স্থানে জাটকা সংরক্ষণে সজাগ থাকার আহ্বান জানান। তিনি আরো বলেন, আজকের জাটকা আগামী দিনের ইলিশ। তাই জাটকা সংরক্ষণ সপ্তাহ বিশেষ গুরুত্ব বহন করছে। জেলেদের প্রতি জাটকা না ধরার আহব্বান জানান তিনি।