সুরুজ তালুকদার: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নে রেশন কার্ডের চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। রেশন কার্ডের চাল নিতে আসা স্থানীয় লোকজন জানায়,চরামদ্দি ইউনিয়নের মোঃ রফিক রেশন কার্ডের এ চাল বিতরণ করে থাকেন। প্রতিটি রেশন কার্ডে ৩০ কেজি চাল দেওয়ার নিয়ম থাকলে ২৬- ২৭ কেজি এর বেশি দেওয়া হচ্ছেনা। কৃষি অফিসার মোঃ হুমায়ুন ট্যাগ অফিসারের দায়িত্বে থাকলে চাল দেয়ার সময় তাকে দেখা যায়নি। পরে খোঁজ নিয়ে জানা যায়,চাল দেয়ার সময় সে চরামদ্দি ইউনিয়নে উপস্থিত থাকলেও সে একটি রুমে বিশ্রাম করতেছে।
সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে ট্যাগ অফিসার তাদের সাথে এ ব্যাপারে কথা বলতে রাজি হননি। ভুক্তভোগী লোকজন জানায়,তাদের চাল কম দেয়া হইতেছে কেনও এ ব্যাপারে জিজ্ঞেস করলে তাদেরকে বিভিন্ন হুমকি দেওয়া হয়। এছাড়াও অনেকের নামে কার্ড করা থাকলেও তারা চাল পাচ্ছেন না, ডিলার মোঃ রফিক এ সব কার্ডের কথা গোপন রেখে বিভিন্ন চাল ব্যবসায়ীদের কাছে গোপনে বিক্রি করে দিচ্ছে। মোঃ রফিকের সাথে কথা বললে তিনি জানান, গুদাম থেকে চাল আনার সময় চাল কিছুটা কম আসে, কিন্তু এজন্য ৩-৪ কেজি কম দেয়া হচ্ছে কেনও,এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি কোনও সদুত্তর দিতে পারেননি। এছাড়া গোপন কার্ডের ব্যাপারে জিজ্ঞেস করলে উত্তর না দিয়ে সে স্থান ত্যাগ করে চলে যায়। বাকেরগঞ্জের বিভিন্ন ইউনিয়নে রেশন কার্ড ও টিসিবি পন্যের অনিয়ম নিয়ে এর আগেও বিভিন্ন নিউজ হলেও উপজেলা প্রশাসনকে এ ব্যাপারে জানানো হলে তারা অদৃশ্য কারনে এ ব্যাপারে কোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেননি।