নিউজ ডেস্ক: আগামী নভেম্বর মাসে ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম নামে একটি অ্যাপ চালু করা হবে। এরপরই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।
রাজধানীর আগারগাঁওয়ে আজ বুধবার সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। আনিছুর রহমান বলেন, ভোটের আগের দিন নয়, এবার ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে ব্যালট। ব্যালটের নিরাপত্তার কথা ভেবে এমন সিদ্ধন্ত নেওয়া হয়েছে।
আনিছুর রহমান বলেন, নির্বাচনকে স্বচ্ছ আর আধুনিকায়ণ করতে এবার নতুন অ্যাপ প্রস্তুত করছে নির্বাচন কমিশন। ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম নামে এই অ্যাপের মাধ্যমে জমা দেওয়া যাবে মনোনায়নপত্র। জানা যাবে ভোটের সব তথ্য। নভেম্বরে এই অ্যাপ চালু হবে।
অ্যাপ চালু হওয়ার পরই তফসিল ঘোষণা করা হবে বলেও জানান এই নির্বাচন কমিশনার।
আনিছুর রহমান বলেন, প্রিজাইডিং অফিসারের সিল ও স্বাক্ষর ছাড়া ব্যালট বৈধ হবে না।