বিনোদন ডেস্ক: নিঃসন্দেহে ভারতীয় সিনেমার সবচেয়ে বড় পরিচালক রাজকুমার হিরানি, যিনি সামাজিক কমেডি স্পেসে ক্লাসিক দিয়ে দর্শকদের মন জয় করেছেন। তার পরবর্তী চলচ্চিত্র বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে। শাহরুখ-হিরানি জুটির ‘ডানকি’ ২০২৩ সালের সবচেয়ে প্রতীক্ষিত চলচ্চিত্রগুলোর মধ্যে একটি। ইতিমধ্যেই সিনেমাটির হাইপ তুঙ্গে।এবার শাহরুখভক্তদের জন্য এলো আরেকটি সুসংবাদ। জানা যাচ্ছে, শাহরুখের ডানকির ডিজিটাল রাইটস বিক্রি হতে যাচ্ছে ১৫৫ কোটি রুপিতে! যা রীতিমতো রেকর্ড গড়া এক চুক্তি হতে যাচ্ছে।একক ভাষায় মুক্তি পাওয়া কোনো চলচ্চিত্রের জন্য এটি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি। রাজকুমার হিরানির ব্র্যান্ড শাহরুখ খানের ব্র্যান্ডের সঙ্গে একত্রিত হওয়ার সঙ্গে এটি আকাশছোঁয়া মূল্য পেয়েছে। ভারতের দুই বৃহত্তম গ্লোবাল আইকন একটি ফিল্ম তৈরি করতে একত্রিত হয়েছেন, যা বিশ্বব্যাপী প্রভাব তৈরি করবে বলে আশা করা হচ্ছে। যার ফলে সর্বকালের সবচেয়ে বড় পোস্ট-থিয়েট্রিক্যাল চুক্তি হয়েছে ‘ডানকি’র মাধ্যমে।সেই সূত্র আরো জানিয়েছে, “শাহরুখের ডানকির মাধ্যমে জিও সিনেমা প্ল্যাটফর্মকে বিশ্বব্যাপী জনপ্রিয় করার এবং নেটফ্লিক্সের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য বিশ্বজুড়ে অ্যাপটি ছড়িয়ে দিতে একটি ইন্টারফেসেও কাজ করছে জিও টিম। ১৫৫ কোটি রুপি একটি বিশাল অঙ্ক কিন্তু শাহরুখ-হিরানি কম্বো আরো অনেক কিছুর প্রাপ্য। নেটফ্লিক্স থেকে হিন্দি সংস্করণের জন্য ‘জওয়ান’ যে অর্থ চুক্তি করেছে, ডানকি তারচেয়েও অনেক বেশি চুক্তি সম্পন্ন করেছে।”রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’তে আরো অভিনয় করেছেন তাপসী পান্নু এবং ভিকি কৌশল। সিনেমাটির প্রযোজনায় রয়েছে রাজকুমার হিরানি ফিল্মসের সঙ্গে শাহরুখের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।
২০২৩ সালের ২০ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাবে ডানকি।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।