মাদারীপুরে কৃষক প্রশিক্ষণ এবং কৃষকদের মাঝে কৃষি উপকরন বিতরণ

মাদারীপুরে কৃষক প্রশিক্ষণ এবং কৃষকদের মাঝে কৃষি উপকরন বিতরণ
মাদারীপুর প্রতিনিধি : আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের সক্ষমতা বৃদ্ধি এবং বৃহত্তর বরিশাল ও ফরিদপুর অঞ্চলে ডাল ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত  উচ্চ ফলনশীল ডাল ফসলের  জাতসমূহের আধুনিক উৎপাদন কলাকৌশল ও সংগ্রহোত্তর প্রযুক্তি শীর্ষক কৃষক প্রশিক্ষণ এবং কৃষকদের মাঝে কৃষি উপকরন বিতরণ অনুষ্ঠিত হয়। গত ১৫ এপ্রিল শনিবার মাদারিপুরের আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে আয়োজিত এই কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (জয়দেবপুর ও গাজীপুরের) মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (জয়দেবপুর ও গাজীপুরের) পরিচালক, সেবা ও সরবরাহ ড. ফেরদৌসী ইসলাম, ঈশ্বরদী ও পাবনার ডাল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মো. মহিউদ্দিন, আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের সক্ষমতা বৃদ্ধি এবং বৃহত্তর বরিশাল ও ফরিদপুর অঞ্চলে ডাল ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং উপ-প্রকল্প পরিচালক ড. এ কে এম মাহবুবুল আলম। কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের সক্ষমতা বৃদ্ধি এবং বৃহত্তর বরিশাল ও ফরিদপুর অঞ্চলে ডাল ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের প্রকল্প পরিচালক এবং মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সালেহ উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং সভাপতি তাদের বক্তব্যে দেশের খাদ্য এবং পুষ্টি নিরাপত্তায় ডাল জাতীয় ফসলের চাষ বৃদ্ধি এবং এর বহুমুখী ব্যাবহারের উপর কৃষকদের উদ্ভুদ্ধ করেন। এছাড়াও ডালের উন্নত জাত পরিচিতি, উন্নত চাষাবাদ কৌশল, সার ব্যাবহারবিধি, রোগ ও পোকামাকড় দমন কৌশল, মাটির ও গবাদি পশুর স্বাস্হ্য রক্ষায় ডাল ফসলের গুরত্ব সম্পর্কে প্রশিক্ষণে আলোচনা করা হয়। উক্ত কৃষক প্রশিক্ষণে মোট ৩০ জন কৃষক ও কৃষানীকে প্রশিক্ষণের পাশাপাশি বীজ শুকানোর জন্য একটি ত্রিপল, বীজ সংরক্ষণের জন্য একটি ড্রাম এবং ফসলের মাঠে পোকা দমনের উদ্দেশ্যে ব্যাটারি চালিত একটি চার্জার স্প্রেয়ার বিতরণ করা হয়।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ফ্যাসিবাদের কারখানা ছিল মাদারীপুর: নাছির উদ্দিন নাছির

মাদকের টাকার জন্য মা’কে হত্যা: নিজেই পুলিশের হাতে ধরা দিলেন ছেলে