মতিঝিলে ১৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই

মতিঝিলে ১৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই
নিউজ ডেস্ক : রাজধানীর মতিঝিল এলাকা থেকে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল থানার সদস্যরা।গ্রেপ্তাররা হলেন- মো. আওয়াল হোসেন ওরফে বাবুল হোসেন ওরফে ঠুটা বাবুল ও মো. ইসমাইল হোসেন।রোববার (২ এপ্রিল) মতিঝিল থানাধীন নটরডেম কলেজের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেন মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।তিনি বলেন, মাদক কারবারিরা নটরডেম কলেজের সামনে গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালনো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ১৫ কেজি গাঁজাসহ এ দুজনকে গ্রেপ্তার করা হয়।ঠুটা বাবুল ও মো. ইসমাইল হোসেন দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকার মাদক কারবারিদের কাছ থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীসহ বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় একটি মামলা হয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters :: 99 characters remaining

More News...

যাকাত ফিতরা চেয়ে অনলাইনে প্রতারণা

পৈশাচিক নির্যাতনের শিকার ভাগ্নি, মামা-মামি আটক