সাভারে প্লাস্টিক রিসাইক্লিং কারখানায় আগুন

সাভারে প্লাস্টিক রিসাইক্লিং কারখানায় আগুন
নিউজ ডেস্ক : ঢাকার সাভারের ভাকুর্তা ইউনিয়নে একটি প্লাস্টিক রিসাইক্লিং কারখানায় অগ্নিকাণ্ড হয়েছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটে একঘণ্টা চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।শুক্রবার (১৭ মার্চ) দুপুর ১ টা ২০ মিনিটের দিকে ভাকুর্তা এলাকার ওই কারখানাটিতে এ আগুন লাগে।চামড়া শিল্পনগরী ফায়ার সার্ভিসের লিডার মো. মনোয়ার হোসেন  বলেন, আমরা আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনা স্থলে দুইটি ইউনিট এসে কাজ শুরু করি। কারখানাটি প্লাস্টিকের রিসাইক্লিং হওয়ায় আগুনের তীব্রতা অনেক বেড়ে যায়। এছাড়া পানির স্বল্পপতার কারণে মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও কেরানিগঞ্জের দুইটি ইউনিট আমাদের সঙ্গে যুক্ত হয়। পরে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি। আর কারখানাটির কোনো নাম নেই, চারপাশে দেয়াল তৈরি করে পুরাতন প্লাস্টিক সংগ্রহ করে রিসাইক্লিং করা হতো এখানে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

নিষেধাজ্ঞা অমান্য করে কুবির নতুন ক্যাম্পাসে সিএসই বিভাগের ভ্রমণ

আগে সুষ্ঠ পরিবেশ, তারপর নির্বাচন: জামায়াত আমির