নিউজ ডেস্ক : সাভারের আশুলিয়ায় ৮০০ ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।রোববার (১৯ ফেব্রয়ারি) সকালে এতথ্য নিশ্চিত করেন ঢাকা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে আশুলিয়া থানাধীন বাইপাইল আল-আমিন মাদরাসা এলাকা থেকে তাদের আটক করা হয়।আটকরা হলেন- সিরাজগঞ্জ সদর থানার ব্রাক্ষনবয়রা এলাকার মো. শহিদুল ইসলামের ছেলে আমির হামজা (২৪) ও একই থানা এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে মানিক হোসেন (২৬)। ওসি রিয়াজ উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর এলাকা থেকে আমির ও মানিককে ৮০০পিট ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক দু’জনের নামে একটি মামলা দায়ের করে তাদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।