শিবচরের ভদ্রাসন পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মাহতাবুর রহমানের সেবায় মুগ্ধ মানুষ 

শিবচরের ভদ্রাসন পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মাহতাবুর রহমানের সেবায় মুগ্ধ মানুষ 
মাদারীপুর প্রতিনিধি : অল্প কয়েকদিনের মধ্যে  মাহতাবুর রহমান তার মেধা ও দক্ষতা দিয়ে শিবচরের ভদ্রাসন পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক হিসাবে এলাকাবাসীর মনে জায়গা করে নিয়েছে । তিনি যোগদান করে তদন্ত কেন্দ্রের সাথে সংশ্লিষ্ট সকল অফিসার ফোর্সদের সাথে মিটিং করে বলেন এখন থেকে মানুষকে সেবা দিতে শিখুন, পরকালের জন্য কিছু করে জান। অতীতে যেইভাবে পুলিশ তদন্ত কেন্দ্র চলেছে এখন একটু ব্যতিক্রম ভাবে চলবে। তদন্ত কেন্দ্রে এসে কেউ যদি হারানি না হয় সেদিকে লক্ষ্য রাখবেন।
ভদ্রাসন পুলিশ তদন্ত কেন্দ্রে সেবা নিতে আসা এক ব্যক্তি সাথে কথা হলে তিনি বলেন আমাগো থানায় নতুন এক পুলিশ পরিদর্শক মাহতাবুর রহমান এসেছে, তিনি নাকি অনেক ভালো, ধৈর্য সহকারে মানুষের কথা শুনেন, মানুষকে সঠিক পরামর্শ দেন । তার মতো এমন অফিসার যদি সব থানায় ও তদন্ত কেন্দ্রে থাকতো তাহলে মানুষের সেবা পেতে আর কষ্ট হতো না । এখন আমাদের এলাকায় আর চুরি-ডাকাতি হয়না । তার ভয়ে মাদক কারবারীরা গা ঢাকা দিয়েছে।
ভদ্রাসন পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মোঃ জাকির হোসেন বলেন, আমার স্যার অনেক ভালো মনের মানুষ । তার নেতৃত্বে আমরা মাদক কারবারিসহ একাধিক ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার করে মাদারীপুর জেল হাজতে প্রেরণ করেছি। আমাদের কাছে  মানুষ এসে এখন কোন হয়রানি হয় না। আমরা সাধ্যমত চেষ্টা করি মানুষকে সেবা দেওয়ার জন্য।
ভদ্রাসন পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মাহতাবুর রহমান বলেন, আমি যোগদান করার পর থেকে সর্বাধিক চেষ্টা করে যাচ্ছি মানুষকে সেবা দেওয়ার জন্য । মানুষ যেন পুলিশ তদন্ত কেন্দ্রে এসে কোনো রকম হয়রানি শিকার না হয় সেই দিকে কঠোর মনিটরিং করি, এছাড়াও ডিআইজি মহোদয়,পুলিশ সুপার মহোদয় ও শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্যারের দিক নির্দেশনায় কাজ করে যাচ্ছি । সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি পরকালের চিন্তা করি, মানুষের কাছ থেকে টাকা খেয়ে কি হবে, আমি সরকার থেকে যে টাকা পাই তা দিয়ে আমাদের সংসার ভালোভাবে চলে যায়।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন