আন্তর্জাতিক ডেস্ক : ট্যাংক দিলেও আপাতত ইউক্রেনকে যুদ্ধ বিমান দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছিল দেশটির পশ্চিমা মিত্ররা। এমন অবস্থায় এক বিস্ফোরক তথ্য দিলেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ।তিনি দাবি করেছেন, রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইউক্রেনকে পশ্চিমা মিত্ররা যুদ্ধ বিমানও দিচ্ছে।বর্তমানে পশ্চিমা ট্যাংক ও অন্যান্য সমরাস্ত্রের অপেক্ষায় আছে ইউক্রেনের সেনারা। আর তাই অনেক জায়গায় রাশিয়ার বিরুদ্ধে লড়াইও স্থগিত রেখেছে তারা।রেজনিকভ বলেছে, ‘সেখানে বিমানও আছে। ’তিনি আরও বলেন, ‘বিষয়টি মোটামুটি নিশ্চিতই বলা যায়… আসলে মিশনটা এরমধ্যে হয়ে গেছেই বলা যায়’।তবে কোন দেশ থেকে যুদ্ধ বিমান আসছে বা এই প্রক্রিয়ায় কারা সহায়তা করছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী।রেজনিকভ সাংবাদিকদের বলেন, যতক্ষণ পর্যন্ত সব পশ্চিমা অস্ত্র আসবে না, ততক্ষণ রাশিয়ার আগ্রাসন প্রতিহত করতে আমাদের কাছে মজুদ রয়েছে।পশ্চিমা অস্ত্র সরবরাহ ও ইউক্রেনীয় সেনাবাহিনীর অবস্থার বিষয়ে মন্তব্য করে তিনি আরও বলেন, আমি নির্ভয়ে দাবি করি যে আমরা একটি বাস্তব ন্যাটো দেশ হয়েছি। আমাদের শুধুমাত্র একটি ডি জুর অংশ বাকি আছে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।