ঢাকায় মাদক সংশ্লিষ্টতায় ৪৫ জন আটক

ঢাকায় মাদক সংশ্লিষ্টতায় ৪৫ জন আটক
নিউজ ডেস্ক রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৪৫ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।বুধবার (৪ জানুয়ারি) সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ফারুক হোসেন বলেন, আসামিদের কাছ থেকে ১০ হাজার ৫৭৮ ইয়াবা, ২৯১ গ্রাম হেরোইন, ৫১ বোতল ফেনসিডিল ও ৩৭ কেজি ৪৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

পবিপ্রবিতে কৃষি গুচ্ছের ভর্তিতে ডোপটেস্ট বাধ্যতামূলক

কাউখালীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু