জঙ্গি ছিনতাইয়ের ঘটনা তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গি ছিনতাইয়ের ঘটনা তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক  :  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্তের এপিএসের বাসায় নাকি জঙ্গিরা অবস্থান করেছিলেন৷ সে কারণে তাকে আটক করা হয়েছে। এছাড়াও জঙ্গি ছিনতাইয়ের ঘটনার তদন্ত চলমান রয়েছে।আমাদের পুলিশ যেখানে যাকে সন্দেহ করছেন তাকে জিজ্ঞাসাবাদ করছেন।  বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব আকচার লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘরে মুক্তিযুদ্ধ গ্যালারির শুভ দ্বারোদঘাটন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি৷ রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে নৌকার প্রার্থী হেরে যাওয়ার প্রশ্নে মন্ত্রী বলেন, নির্বাচনে জয়-পরাজয় থাকবে। আর রংপুরে এরশাদ সাহেবের বাড়ি হওয়ায় সেখানে জাতীয় পার্টির অবস্থান শক্ত হওয়াটাই স্বাভাবিক।পরে ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা গ্যালারি স্থাপনের জন্য ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কে ধন্যবাদ জ্ঞাপন করেন৷এ সময় রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, ডিইআইজি আব্দুল আলীম, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন ও  ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) নির্বাহী পরিচালক শহীদ উজ জামানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি