হাতীবান্ধায় বিএসএফর গুলিতে দুই বাংলাদেশি নিহত

হাতীবান্ধায় বিএসএফর গুলিতে দুই বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোলাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি রাখাল নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তে ৮৮৮ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- দোলাপাড়া গ্রামের হাফিজার রহমানের ছেলে সাদিকুল রহন সাদিক (২২) ও ফকিরপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে নাজির হোসেন (৪৫)।প্রত্যক্ষদর্শী ও সীমান্তবাসীরা জানান, হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তে ৮৮৮ নম্বর পিলারের কাছ দিয়ে ভারতীয় ব্যবসায়ীদের সহায়তায় গরু পারাপারের চেষ্টা করেন কয়েকজন বাংলাদেশি রাখাল। এ সময় বিএসএফ ভাবেরহাট ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি করলে তিন রাখাল গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে সাদিকুল ও নাজির হোসেন ঘটনাস্থলেই মারা যান। অপর গুলিবিদ্ধকে স্থানীয়রা উদ্ধার করে গোপনে চিকিৎসা দিচ্ছেন।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬১ ব্যাটালিয়নের বড়খাতা ক্যাম্পের কন্ট্রোল রুম এ নিয়ে কোনো বক্তব্য দিতে রাজি হয়নি।তবে বড়খাতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত দুইজনের মরদেহ তাদের নিজ নিজ বাড়িতে রয়েছে।হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, স্থানীয়দের কাছে বিষয়টি শুনে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

হামাসের দাবি মানবে না ইসরায়েল: নেতানিয়াহু

মাদারীপুরে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত