নিউজডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশের বাকি আরো দুদিন। এরই মধ্যে নয়া পল্টন কার্যালয়ে দেখা দিয়েছে উৎসবের আমেজ।বুধবার (০৭ ডিসেম্বর) সকালে নয়াপল্টন কার্যালয়ের দেখা যায়, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা এসে অবস্থান করছেন। অবস্থানরত নেতাকর্মীদের জন্য সার্বক্ষণিক খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এজন্য কার্যালয়ের নিচতলায় রান্নার আয়োজন করা হয়েছে।স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগরীর নেতা কামাল হোসেনবলেন, আগামী ১০ ডিসেম্বরের গণসমাবেশ কেন্দ্র করে নেতাকর্মীর আনাগোনা কেন্দ্রীয় কার্যালয় বেড়েছে। তাদের খাবারের যেন কোনো অসুবিধা না হয় সেজন্য এখানেই রান্নার ব্যবস্থা করা হয়েছে।বিএনপির কার্যালয়ের আশেপাশে ঘুরে দেখা যায় সেখানে বিভিন্ন ধরনের ভ্রাম্যমাণ দোকানের সংখ্যা বেড়েছে। বেড়েছে চা, পানের দোকান। এমনকি উৎসুক জনতার আনাগোনা ও বেড়েছে কয়েকগুণ।এদিকে আগামী ১০ ডিসেম্বরের বিভাগীয় গণসমাবেশের স্থান নিয়ে সরকার ও ক্ষমতাসীনদের সঙ্গে বিএনপির দরকষাকষি চলছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) দলটিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিয়েছে।তবে এই মুহূর্তে নয়াপল্টনের বাইরে সমাবেশ করার কথা ভাবছেই না বিএনপি। সে অনুযায়ী চলছে দলটির প্রস্তুতি।