মরগান ফ্রিম্যানের সমতার বার্তায় শুরু কাতার বিশ্বকাপ

মরগান ফ্রিম্যানের সমতার বার্তায় শুরু কাতার বিশ্বকাপ
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের অনুষ্ঠান তখনও মাঠে আসেনি, আগে দেখানো হলো মরুভূমির দৃশ্য। মাঠে আসার পর দেখা মিললো ঘোড়া হাতে মধ্য প্রাচ্যের পোশাক গায়ে দাঁড়িয়ে থাকা লোকজন।এরপর এলেন মরগান ফ্রিম্যান। তিনি দিলেন সমতার বার্তা।  এরপর বিশেষভাবে এক সক্ষম এলেন স্টেজে। থাকলেন ফ্রিম্যানও। দুজন কথা বলে দিলেন সমতার বার্তা। হারুনুর রশিদ হয়ে এরপর বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গাওয়া হলো বিখ্যাত ওয়েবিন ফ্ল্যাগ গান। শুরু হলো কাতার বিশ্বকাপ।দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসের সর্বকনিষ্ঠ সদস্য জাংকুকও মঞ্চে উঠেন। কাতার বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ড্রিমারস’ শোনা যায় তার কণ্ঠে। বিশ্বকাপের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রথম কোরিয়ান হিসেবে পারফর্ম করছেন জাংকুক।তার পর বক্তব্য দেওয়া শুরু করেছেন কাতারের আমির। আছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজাদ কাশ্মীরে বিক্ষোভ, নিহত ৪

বিএনপি ইসরায়েল-নেতানিয়াহুর দোসর: পররাষ্ট্রমন্ত্রী