প্রণব কুমার সাহা, মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ি জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কর্মসম্পাদন ব্যবস্থাপনা, জাতীয় শুদ্ধাচার কৌশল, ভূমি সেবা ডিজিটাইজেশন ও উন্নয়ন সম্পর্কিত’ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার দুপুরে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম । বিশেষ অতিথি ছিলেন সিনিয়র মেট্যাটেজিক এডভাইজর , হিউম্যান ডেভেলপম্যান্ট মিডিয়া, এটুআই কামরুন নাহার।ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোঃ হেলাল মাহমুদ শরীফ, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম(বার) পিপিএম, যুগ্ম সচিব মোঃ মাজেদুর রহমান খান, মোঃ রেজাউল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব মাহমুদ ইবনে কাসেম, মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম(বার) পিপিএমসহ পদ্মা পাড়ের পাঁচটি জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা রেজিস্টার, মাদারীপুর জেলার জেলা পর্যায়ের সকল কর্মকর্তা, সকল অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, মাদারীপুর জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, সরকারি কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম তার বক্তব্যে বলেছেন, ‘আগামীতে দেশের খাদ্য উৎপাদন দ্বিগুণ হবে। এছাড়া ভূমি আইন নতুন করে সংস্কার করা হচ্ছে। নতুন আইন বাস্তবায়ন হলে জোর করে দখলের মাধ্যমে জমির মালিকানা আর থাকছে না। খন্দকার আনোয়ারুল ইসলাম আরো বলেন, ‘কোভিড ১৯ এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বেই একটা দুরাবস্থা যাচ্ছে। আমাদের একটা এডভান্টেজ আছে যে, আমাদের কৃষিভিত্তিক সামগ্রীগুলো উৎপাদনে একটা কমফোর্টেবল পজিশনে আছি। আমাদের কৃষি গবেষকরা জানিয়েছেন, আগামীতে আমাদের ধানসহ কৃষিভিত্তিক অনেক ফসল দ্বিগুণ উৎপাদন হবে। সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। তাই আগামীতে বিশ্ব পরিস্থিতি মোকাবিলা করতে আমরা সক্ষম হবো।’
গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৯১৩ জন। এ ছাড়া দেশে নতুন করে আরো ১ হাজার ৫৬৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৩ লাখ ৪৭ হাজার ৩৭২ জন। ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৭০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। শনিবার দুপুরে করোনা ভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৫১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৫৪ হাজার ৩৮৬ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৭০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৫৬৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৩২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫১ জন সুস্থ হয়েছেন।