প্রেসিডেন্ট ড. আরিফ আলভি বলেন, আমি আশা করি ইমরান খানের অবস্থা আশঙ্কাজনক নয়। তার পায়ে কয়েকটি গুলি লেগেছে, কিন্তু তিনি নিরাপদ আছেন।ঘৃণ্য এ ঘটনার নিন্দা জানিয়েছেন মরিয়ম নওয়াজ শরীফ, তার বাবা সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, ওমর আইয়ুব খান, বিলাওয়াল ভুট্টো জারদারি, তার বাবা আসিফ আলি জারদারিসহ অনেকেই।এদিকে, ইমরানের ওপর হামলার ঘটনায় ক্রমশ অশান্ত হয়ে উঠছেন তার নেতাকর্মী-সমর্থকরা। এক ভিডিও বার্তায় পাকিস্তানের আওয়ামী মুসলিম লিগ নেতা শেখ রশিদ জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।বৃহস্পতিবার (৩ নভেম্বর) পাঞ্জাবের ওয়াজিরাবাদে পিটিআই’র লংমার্চে হামলায় গুলিবিদ্ধ হন ইমরান খান। তাকে লাহোরের শওকত খানুম হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে। হাসপাতালে জরুরি বিভাগে তার অস্ত্রোপচার হয়েছে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।হামলার এ ঘটনায় ইমরান ছাড়াও আরও দুজন আহত হন। তারা হলেন- সিনেটর ফয়সাল জাভেদ ও আহমেদ চাত্তা। তারাও চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়েছেন।