রাজধানীসহ দেশের অধিকাংশ স্থানে বৃষ্টি

রাজধানীসহ দেশের অধিকাংশ স্থানে বৃষ্টি
এ অবস্থায় মঙ্গলবার সকাল নাগাদ ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রাজশাহী ও রংপুর বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে।এতে সারাদেশের দিনের তামপাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ঢাকায় এ সময় পূর্ব অথবা উত্তর-পূর্ব দিক থেকে বাতাসের গতিবেগ থাকবে ১৫ থেকে ২০ কিলোমিটার, যা ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আগামী তিন দিনে আবহাওয়ার উন্নতি ঘটতে পারে।ঘূর্ণিঝড় সিত্রাং নামটি দিয়েছে থাইল্যান্ড। ২০১৮ সালের পর অক্টোবরে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া প্রথম ঝড় এটি।সিত্রাংয়ের কারণে সাগর বিক্ষুদ্ধ থাকায় মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৭ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে তোলায় হয়েছে ৬ নম্বর বিপদ সংকেত।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ফ্যাসিবাদের কারখানা ছিল মাদারীপুর: নাছির উদ্দিন নাছির

মাদকের টাকার জন্য মা’কে হত্যা: নিজেই পুলিশের হাতে ধরা দিলেন ছেলে