মোহনপুর পর্যটন কেন্দ্রে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোহনপুর পর্যটন কেন্দ্রে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক :  চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর পাড়ে মোহনপুর পর্যটন কেন্দ্রে সাঁতার কাটতে গিয়ে ডুবে আবির আহাম্মেদ (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময় ঘুরতে আসা আরও দুই শিশু পানিতে তলিয়ে গেলেও তাদের উদ্ধার করে স্থানীয় লোকজন।শনিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় বিষয়টি  নিশ্চিত করেন মতল উত্তর উপজেলার মোহনপুর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান।এর আগে শুক্রবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে রাত সাড়ে ৭টার দিকে চাঁদপুর নৌ ফায়ার স্টেশনের ডুবুরি রাজিব হোসেন ও সহকর্মীরা আবির আহাম্মেদের মরদেহ উদ্ধার করেন।  আবির চাঁদপুর শহরের প্রফেসার পাড়া এলাকার মো. সুমন মিয়ার ছেলে।চাঁদপুর নৌ ফায়ার স্টেশনের ফায়ার পাইটার নুর মোহাম্মদ ভুঁইয়া  বলেন, মৃত শিশুর মা কোহিনুর আক্তার ৩ সন্তানকে নিয়ে মোহনপুর পর্যটন কেন্দ্রে ঘুরতে যান। এর মধ্যে আবির পানিতে সাঁতার কাটতে গিয়ে আনুমানিক বিকাল ৩টা ২০ মিনিটের দিকে নিখোঁজ হয়। সংবাদ পেয়ে আমরা সন্ধ্যায় ঘটনাস্থলে উপস্থিত হই। সাড়ে ৭টার দিকে আবিরকে উদ্ধার করা সম্ভব হয়। পরে মোহনপুর পুলিশ ফাঁড়িতে শিশুর মরদেহ হস্তান্তর করে চলে আসি।পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান বলেন, বিকেলে অনেক লোক ঘুরতে আসে মোহনপুর পর্যটন কেন্দ্রে। পাশেই মেঘনা নদীতে সাঁতার কাটার জন্য একটি জোন তৈরি করেছে কর্তৃপক্ষ। সেখানে অনেক শিশু-কিশোর পানিতে নামে। এর মধ্যে ৩জন পানিতে তলিয়ে যায়।  তিনি আরও বলেন, মৃত শিশুর বাবা মো. সুমন মিয়া রাতেই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) কাছে ময়না তদন্ত ছাড়া মরদেহ নেওয়ার জন্য আবেদন করেন। পরে আমরা শিশুর বামা-মায়ের কাছে মরদেহ হস্তান্তর করেছি।স্থানীয় বাসিন্দারা জানান, গত বছর ঢাকা ডেমরা থেকে পরিবারের সঙ্গে ঘুরতে আসা এক শিশুর একই স্থানে ডুবে মৃত্যু হয়। কিন্তু পর্যটন কেন্দ্র কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো সতর্কতা অবলম্বন করেনি।  এ বিষয়ে বক্তব্যের জন্য মোহনপুর পর্যটন লিমিটেডের মালিক পক্ষ কাজী মিজানুর রহমানের ব্যক্তিগত মোবাইলফোনে কল দেওয়া হয়। তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, মোহনপুর পর্যটন কেন্দ্রে পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে এমন কোনো তথ্য আমার কাছে নেই।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন