বিমানবন্দরে ডাস্টবিন থেকে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

বিমানবন্দরে ডাস্টবিন থেকে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

নিউজ ডেস্ক :  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডাস্টবিন থেকে ৩.৪৮০ কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস।বিমানবন্দর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৬ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে আনুমানিক সকাল সাড়ে নয়টার দিকে হযরত শাহজালাল বিমানবন্দরের বে নম্বর-১২ এর পার্শ্বে রক্ষিত ডাস্টবিন থেকে পরিত্যক্ত অবস্থায় একটি স্কচটেপ মোড়ানো দণ্ড আকারের বস্তু পাওয়া যায়।কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে দণ্ড আকারের বস্তু খুলে ৩০টি স্বর্ণবার পাওয়া যায়। যার আনুমানিক ওজন ৩.৪৮০ কেজি এবং বাজারমূল্য প্রায় ৩ কোটি  ৫০ লাখ টাকা।পরিত্যক্ত এই স্বর্ণবারের বিষয়ে ফৌজদারি মামলাসহ কাস্টম আইনে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

১৬৯ কর্মচারিকে চাকরিচ্যুত করলো রাসিক

মেহেন্দিগঞ্জ পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণের কর্মসূচি-৩ পরকল্পের চেক বিতরণ