গুচ্ছের ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

গুচ্ছের ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

নিউজ ডেস্ক :  দেশের ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার বাণিজ্য অনুষদ ‘সি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে।মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।তিনি  বলেন, আজ (মঙ্গলবার) দুপুরে গুচ্ছ ভর্তি পরীক্ষার বাণিজ্য অনুষদ ‘সি’ ইউনিটের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে সর্বোচ্চ ৮৬.৭৫ এবং সর্বনিম্ন মাইনাস ৮.৭৫ নম্বর পেয়েছেন পরীক্ষার্থীরা। পরীক্ষায় ৩০ নম্বরের ওপরে যারা পেয়েছেন তাদের উর্ত্তীণ দেখানো হয়েছে। উত্তীর্ণ হয়ে ৩০-এর ওপরে পেয়েছে ২৩ হাজার ২২৮জন, অনুত্তীর্ণ হয়েছেন ১৫ হাজার ৮৩৯ জন পরীক্ষার্থী।প্রসঙ্গত, শনিবার (২০ জুলাই) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সারাদেশব্যাপী গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দোকানে দোকানে ঘুরে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক কুবি শিক্ষার্থীদের

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবিতে লাখো মানুষের সাক্ষর সংগ্রহ কর্মসূচির উদ্বোধন