গ্রিস উপকূলে নৌকাডুবি, ৫০ অভিবাসী নিখোঁজ 

গ্রিস উপকূলে নৌকাডুবি, ৫০ অভিবাসী নিখোঁজ 
আন্তর্জাতিক ডেস্ক : গ্রিস উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবে কমপক্ষে ৫০ জন নিখোঁজ রয়েছেন।  বুধবার (১০ আগস্ট) স্থানীয় কোস্টগার্ডের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।স্থানীয় কোস্টগার্ডের একজন কর্মকর্তা জানান, এজিয়ান সাগরে কার্পাথোস দ্বীপে নৌকাটি ডুবে যায়। এতে ৮০ জন ছিলেন। এদের মধ্যে ২৯ জনকে উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।  নৌকাটি তুরস্ক  ছেড়ে এসেছিল।  অবৈধ অভিবাসীরা নতুন জীবন শুরু করার জন্য ইউরোপে পাড়ি দিতে চায়, বিশেষ করে যারা নিজ দেশে যুদ্ধ ও নিপীড়ন থেকে পালিয়েছে, তাদের জন্য তুরস্ক মূল ট্রানজিট পয়েন্ট।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদকের টাকার জন্য মা’কে হত্যা: নিজেই পুলিশের হাতে ধরা দিলেন ছেলে

জোরপূর্বক পদত্যাগের পর স্ট্রোকে মারা গেলেন হাজেরা তজু কলেজের উপাধ্যক্ষ