তেলের দাম বৃদ্ধির প্রভাব, রাজধানীতে গণপরিবহন ‘হাওয়া’!

তেলের দাম বৃদ্ধির প্রভাব, রাজধানীতে গণপরিবহন ‘হাওয়া’!
নিউজ ডেস্ক : রাজধানীর সড়কে আজ গণপরিবহনের দেখা মিলছে না। ভাড়ায় চলা ‘উবার’, ‘পাঠাও’-এর মোটরসাইকেলও নামেনি।বিভিন্ন বাসস্ট্যান্ডে হাজার হাজার যাত্রী দাঁড়ানো, তারা বাসের অপেক্ষায়।শনিবার (০৬ আগস্ট) সকালে বিভিন্ন সড়কে এমন দৃশ্য দেখা গেছে।  শুক্রবার (০৫ আগস্ট) দিনগত রাতে আকস্মিক সব ধরনের তেলের দাম বাড়িয়েছে সরকার। এতে শনিবার সকাল থেকে রাজধানীর সড়কগুলোয় গণপরিবহন চলাচল প্রায় বন্ধ।  সরেজমিন দেখা গেছে, সড়কগুলোতে বাস প্রায় নেই বললেই চলে।  আগে থেকে তেল কিনে রাখা দুয়েকটি বাস চলাচল করছে। রাস্তায় বাস দেখলেই হুমড়ি খেয়ে পড়ছে অফিসগামী ও সাধারণ যাত্রীরা। ধাক্কাধাক্কি করে বহু কষ্টে কিছু যাত্রী এসব বাসে উঠছে, কেউ কেউ ভেতরে জায়গা না পেয়ে ঝুলছে বাসের গেটে। নারী যাত্রীরা বাসে উঠতে না পেরে অসহায় অবস্থায় সড়কেই অবস্থান করছে।   গণপরিবহনের জন্য রামপুরা ব্রিজে অপেক্ষমান রোকসানা আক্তার নামের এক যাত্রী সকাল ৮টার দিকে বলেন, এক ঘণ্টা অপেক্ষায় থেকেও তিনি কোনো বাসে উঠতে পারেন নি। এ সময়ের মধ্যে মাত্র দুটি বাস চলতে দেখেছেন তিনি।  সদরঘাট-বাইপাইল রুটের ‘ভিক্টর ক্লাসিক’ পরিবহনের বাসচালক মোহাম্মদ সুমন বলেন, তেলের দাম বাড়ার খবর রাতে জানতে পারেননি। রাস্তায় নেমে যাত্রীদের কাছ থেকে এ খবর জেনে নিজের স্মার্টফোনের ডাটা অন করে নিশ্চিত হয়েছেন।  বাসটিকে নিজেদের জানিয়ে তিনি বলেন, আগের দিনের কেনা তেল দিয়ে বাস চালাচ্ছেন তিনি। যাত্রীদের রোষানলে পড়ার ভয়ে বাড়তি ভাড়া নিচ্ছেন না। তবে রোববার (৭ আগস্ট) থেকে বাড়তি ভাড়ায় বাস চালানো ছাড়া উপায় থাকবে না।  প্রসঙ্গত, ভোক্তা পর্যায়ে লিটার প্রতি ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোলের দাম ১৩০ টাকা নির্ধারণ করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। শুক্রবার দিনগত রাত ১২টার পর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।   শুক্রবার রাত ১০টায় জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তেলের দাম বাড়ানোর তথ্য জানোনো হয়। এতে বলা হয়, বৈশ্বিক বর্তমান প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বাংলাদেশের তুলনায় অনেক বেশি হওয়ার কারণে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি), ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) এ পরিশোধিত এবং আমদানি/ক্রয়কৃত ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের মূল্য সমন্বয় করে ভোক্তা পর্যায় নিম্নোক্তভাবে পুণর্নির্ধারণ করা হলো।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন