নিউজ ডেস্ক : ময়মনসিংহে ট্রাকচাপায় মা-বাবা ও বোন হারিয়ে অলৌকিকভাবে জন্ম নেওয়া শিশুর জন্য ১৫ দিনের মধ্যে আপাতত পাঁচ লাখ টাকা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি তার চিকিৎসা চালিয়ে যেতে ও নির্দেশ দেওয়া হয়েছে।এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার (১৯ জুলাই) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।