কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরিপুর এলাকায় আল বারাকা নামে একটি বাসের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (০৯ জুলাই) উপজেলার জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সালাউদ্দিন। স্থানীয়দের বরাতে তিনি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর থেকে ঢাকামুখী বাস আল বারাকা জিংলাতলী এলাকায় এলে হঠাৎ বাসটির সামনে একটি মোটরসাইকেল এসে পড়ে। সেটিকে বাঁচাতে বাসচালক পাশ কেটে যাওয়ার চেষ্টা করলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় বাসটি মোটরসাইকেলটিকে চাপা দিয়ে রাস্তার একপাশে পড়ে যায়। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী তিনজনই ঘটনাস্থলে মারা যান। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।