জুরাইনের বিস্ফোরণে শিশুসহ চারজন দগ্ধ

জুরাইনের বিস্ফোরণে শিশুসহ চারজন দগ্ধ

দগ্ধ আব্দুর রাজ্জাক বলেন, তার বাসা শ্যামপুর করিমুল্লাহবাগ এলাকায়। জুরাইন কবরস্থান রোডে তার পানের দোকান আছে। গতরাতে দোকানের সামনের রাস্তায় বিস্ফোরণে ড্রেনের ঢাকনা উঠে যায়। তখন আমরা কয়েকজন মিলে ঘটনাটি দেখতে যাই। তখনি হঠাৎ আগুন  ফুলকি  ওপড়ে উঠে আসে, এতে আমরা কয়েকজন দগ্ধ হই।তিনি আরো জানান, পরে ফায়ার সার্ভিস ও গ্যাসের অফিস থেকে লোকজন এসে লাইন মেরামত করে যায়। বেশ কয়েকদিন আগে থেকেই সেখানে গ্যাস পাইপ লিকেজ ছিল।বার্ন ইস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, জুরাইন থেকে চারজন দগ্ধ হয়ে এসেছিলেন। এদের মধ্যে তামিমের ৮ শতাংশ, নুরুল ইসলামের ৩৫ শতাংশ, আব্দুর রহিম ও আব্দুর রাজ্জাকের ১শতাংশ দগ্ধ হয়েছে। এদের মধ্যে তামিম ও নুরুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদকের টাকার জন্য মা’কে হত্যা: নিজেই পুলিশের হাতে ধরা দিলেন ছেলে

জোরপূর্বক পদত্যাগের পর স্ট্রোকে মারা গেলেন হাজেরা তজু কলেজের উপাধ্যক্ষ