বিনোদন ডেস্ক : সবাইকে চমকে দিয়ে গত ৯ ডিসেম্বর পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশল। রাজস্থানের রাজকীয় আয়োজনে চার হাত এক হয় তাদের।এই খবর কারোরই অজানা নয়। কিন্তু হুট করে আরেকটি খবর ভিকি-ক্যাটের ভক্তদের চমকে দিয়েছে। তাদের নাকি সেসময় আইনত বিয়ে হয়নি! ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলা দাবি করছে, দাম্পত্য জীবনের তিন মাস পার হওয়ার পর ক্যাটরিনা এবং ভিকি গত সপ্তাহেই আইনগতভাবে বিয়ে করেছেন! প্রতিবেদনটিতে বলা হয়েছে, ভারতের ১৯৫৪ সালের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুসারে ১৯ মার্চ আদালতে গিয়ে আইনি বিয়ে করেছেন ক্যাটরিনা এবং ভিকি। রীতিনীতি মেনে বিয়ে করেছিলেন, কিন্তু দম্পতি তাদের বিয়ের নিবন্ধন করেননি আগে। আইনি বিয়ের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পরিবার নিয়ে দিনটি তারা উদযাপনও করেছেন। তবে এই নিয়ে ক্যাটরিনা ও ভিকির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।