আশুগঞ্জ অগ্নিকাণ্ড: স্বামী সন্তানের পর না ফেরার দেশে রেখা

আশুগঞ্জ অগ্নিকাণ্ড: স্বামী সন্তানের পর না ফেরার দেশে রেখা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় শিশু জুবায়ের, তার বাবা মকবুল, বড় ছেলে জয় ও স্ত্রী রেখার গর্ভে থাকা সন্তানের পর এবার মৃত্যুর কাছে হার মানল অগ্নিদগ্ধ রেখাও। এ ঘটনায় রেখাসহ মকবুলের পরিবারের ৫ সদস্যের মৃত্যু হয়েছে।সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রেখার মৃত্যু হয়।  মঙ্গলবার (০১ মার্চ) সকালে নিহত মকবুলের চাচা মমিনুল ইসলাম রেখার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, অগ্নিদগ্ধ হওয়ার পর রাতেই মকবুলের ছোট ছেলে জুবায়ের মারা যায়। পরে ওই রাতেই মকবুল হোসেন ও তার পরিবারের আরও দুই সদস্যকে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে মকবুল হোসেন মারা যান। এরপর রোববার সকালে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মকবুলের বড় ছেলে জয়ের মৃত্যু হয়। এর আগে মকবুলের স্ত্রীর গর্ভে থাকা সন্তানও মৃত্যুবরণ করেন। পরে অপারেশন করে সেই সন্তানকে বের করা হয়। শেষমেষ সাতদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় মকবুলের পরিবারের বেঁচে থাকা শেষ সদস্য তার স্ত্রী রেখাও মৃত্যুবরণ করেন।  জানা যায়, ২২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাত সোয়া ১০টার দিকে উপজেলা সদরের শরীয়তনগর এলাকায় একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটে। এসময় নিহত মকবুল হোসেনের ছেলে জুবায়ের (৬) অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এ ঘটনায় মকবুল হোসেন (৪০) ও তার স্ত্রী রেখা বেগম (৩২) এবং তাদের আরেক ছেলে জয় (১২) ও ভবনের বাসিন্দা জামিয়া রহমানসহ ১০ দগ্ধ হন। তারা মুমুর্ষূ অবস্থায় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন হাসপাতাল ও ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

পবিপ্রবি র‌্যাগিংয়ে আহত পাঁচ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

বড়াইগ্রামে নির্যাতিত আ’লীগ কর্মীর বাড়িতে বিএনপি’র যুগ্ম মহাসচিব রিজভী