দুই প্রয়াত সঙ্গীতশিল্পীকে শ্রদ্ধা জানাচ্ছে পশ্চিমবঙ্গ

দুই প্রয়াত সঙ্গীতশিল্পীকে শ্রদ্ধা জানাচ্ছে পশ্চিমবঙ্গ
তবে বিকেল সাড়ে পাঁচটার পর সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃতদেহ রবীন্দ্রসদন থেকে বাইরে আনা হবে। এবং সেখান থেকে সকলেই পায়ে হেঁটে কালীঘাটের কেঁওড়াতলা মহাশ্মশানে নিয়ে যাবেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের নশ্বর দেহকে। সেখানেই সন্ধ্যা ৬টায় গান স্যালুটেরই মাধ্যমে বিদায় জানানো হবে ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায়কে। অর্থাৎ রাজ্য সরকারের তত্ত্বাবধানে পূর্ণ মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হবে।বিগত কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। কলকাতার অ্যাপোলো হাসপাতালে বেশ কয়েকদিন ধরেই ভর্তি ছিলেন তিনি। কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। করোনায়ও আক্রান্ত হন। তা সেরে গেলে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) তার কোমরে অস্ত্রোপচারও করা হয়।  মঙ্গলবার সকাল থেকেই তার রক্তচাপ কমতে থাকে, শুরু হয় পেটে ব্যথাও। এরপর অবস্থা আরও সঙ্কটজনক হলে তাকে ক্রিটিক্যাল ইউনিটে স্থানান্তরিত করা হয়। শেষপর্যন্ত সন্ধ্যে সাড়ে সাতটার দিকে প্রয়াত হন প্রবাদপ্রতিম এই শিল্পী।অপরদিকে মুম্বাইয়ের বিচক্যান্ডি হাসপাতালে কোভিড আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন বাপ্পি লাহিড়ী। দুই সঙ্গীতশিল্পীর প্রয়াণে বাংলায় শিল্পীমহলে নেমে এসেছে শোকের ছায়া।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি