আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের একটি ২০ তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শনিবার (২২ জানুয়ারি) সকাল ৭টার দিকে মুম্বাইয়ের তারদেও এলাকায় গোয়ালিয়া ট্যাঙ্কের গান্ধী হাসপাতালের বিপরীতে ভবনটির ১৮ তলায় এই আগুন লাগে। মুম্বাইয়ের মেয়র কিশোরি পেড়নেকর বলেন, আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনো প্রচুর ধোঁয়া উঠছে। ভবনে আটকেপড়া সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে।তিনি আরও বলেন, ২০ তলা ভবনটির ছয়জন বয়স্ক বাসিন্দার অক্সিজেন সহায়তার প্রয়োজন হচ্ছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।