মুরাদের নামে ঢাকায় ফের মামলার আবেদন

মুরাদের নামে ঢাকায় ফের মামলার আবেদন
ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সম্পর্কে অশ্লীল বক্তব্যের অভিযোগে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও মহিউদ্দিন হেলাল নাহিদের নামে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করা হয়েছে।
সোমবার (৩ জানুয়ারি) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে বাংলাদেশ ইয়ূথ ফোরামের মোহাম্মদ সাইদুর রহমান ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেন।আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে বিকেল ৪টার দিকে এ বিষয়ে আদেশের জন্য রেখেছেন। বাদীপক্ষের আইনজীবী আবু ইউসুফ সরকার এ তথ্য জানান।গত ১২ ডিসেম্বর একই আদালতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ওমর ফারুক ফারুকী মামলার আবেদন করেন। পরদিন আদালত মামলা গ্রহণ করার মতো উপাদান না থাকায় খারিজের আদেশ দেন। একই অভিযোগে একই আদালতে ফের আরেকটি মামলা হলো।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সন্দ্বীপে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

বাংলাদেশ ইসকন নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, বিতর্কিত মৎস্য কর্মকর্তাকে বদলি