দাউ দাউ জ্বলছে দক্ষিণ আফ্রিকার সংসদ ভবন, ফেটে গেছে দেয়াল

দাউ দাউ জ্বলছে দক্ষিণ আফ্রিকার সংসদ ভবন, ফেটে গেছে দেয়াল
আন্তর্জাতিক ডেস্ক  ; দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনের সংসদ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (০২ জানুয়ারি) স্থানীয় সময় ভোর ৫টার দিকে আগুন লাগার খবর পায় দমকল বিভাগ। স্থানীয় কর্মকর্তা জেপি স্মিথ বলেন, ভবনের তিন তলায় আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ৩৬ জন দমকলকর্মী কাজ করছিলেন। তারা আগুন নিয়ন্ত্রণে আরও সহায়তা চেয়েছেন। শহরের জরুরি বিভাগের এক মুখপাত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। ছাদে এবং সংসদ ভবনের ভেতর আগুন ছড়িয়েছে। এছাড়া ভবনের দেয়ালে ফাটল দেখা গেছে বলে জানান তিনি। কেপটাউনের দমকল বিভাগের মুখপাত্র জেরমাইন ক্যারেল জানান, আগুনে কোনো মানুষ হতাহত হয়নি। তবে নিরাপত্তার স্বার্থে সংসদ ভবনের আশপাশ থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। কী কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন