আগামী বছর জুন-জুলাইয়ে এসএসসি-এইচএসসি

আগামী বছর জুন-জুলাইয়ে এসএসসি-এইচএসসি
নিজস্ব প্রতিবেদক  : বিগত দশ বছর ধরে ফেব্রুয়ারির শুরুতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা শুরু হলেও করোনা মহামারির কারণে এ বছর পিছিয়েছে কয়েক মাস। তবে পরিস্থিতি ভালো থাকলে আগামী বছর জুন-জুলাই মাসে এ দুই পাবলিক পরীক্ষা অনুষ্ঠানের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা নিয়ে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী একথা বলেন।তিনি বলেন, ২০২২ সালের এসএসসি এবং এইচএসসির জন্য সংক্ষিপ্ত সিলেবাসে করা হবে। সেই সংক্ষিপ্ত সিলেবাসের ওপরে তাদের আমরা… যদি বর্তমান পরিস্থিতি খারাপের দিকে না যায় তাহলে বছরের মাঝামাঝি এসএসসি এবং তার পরপরই এইচএসসি পরীক্ষা নেব। সেজন্য এখন থেকে তারা প্রতিদিনই ক্লাস করবে। আমরা পরীক্ষা (এসএসসি ও এইচএসসি) জানুয়ারি-ফেব্রুয়ারি যাবার পরে সিদ্ধান্ত নেব যে নৈর্বাচনিক বিষয়ে না সংক্ষিপ্ত সিলেবাসে নেব। যদি সবগুলোতে নেওয়া যায় তাহলে নেব, আর সম্ভব না হলে সংক্ষিপ্ত।পহেলা ফেব্রুয়ারি এসএসসি এবং পহেলা এপ্রিল এইচএসসি পরীক্ষা নেবার রেওয়াজ থাকলেও পিছিয়ে গেছে। স্বাভাবিক সময়ে নিয়ে আসার প্রচেষ্টা নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, যদি খুব বেশি অসুবিধা না হয় তাহলে আগামী বছরের পরীক্ষাটা জুন-জুলাইয়ের মধ্যে করে ফেলবার চেষ্টা করবো। তাহলে অনেকখানি কাভার করে ফেলব। তবে সবকিছু নির্ভর করবে করোনা পরিস্থিতির ওপর।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সন্দ্বীপে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

বাংলাদেশ ইসকন নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, বিতর্কিত মৎস্য কর্মকর্তাকে বদলি