১০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ জন

১০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ জন
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ শামসুল আলম (২৮) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। এ সময় মো. সাবের (৩০) নামে আরেক পাচারকারী পালিয়ে যায়।বুধবার (৮ ডিসেম্বর) ভোরে পালংখালী ইউনিয়নের গয়ালমারা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।শামসুল টেকনাফের উনচিপ্রাংয়ের বশত করিমের ছেলে।র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী  জানান, পালংখালীর গয়ালমারা এলাকার এমএসএফ হাসপাতালের পাশে কয়েকজন মাদক বিক্রেতা ইয়াবা পাচারের প্রস্তুতি নিচ্ছে, এমন গোপন খবরে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় শামসুল আলমকে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে সাবের নামে আরেক পাচারকারী পালিয়ে যায়।তিনি জানান, শামসুল আলম এবং সাবের দু’জনের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা করা হয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি