উ. কোরিয়ায় পাইরেসির শাস্তি গুলি করে হত্যা!

উ. কোরিয়ায় পাইরেসির শাস্তি গুলি করে হত্যা!
আন্তর্জাতিক ডেস্ক : প্রায় সব দেশেই গান, সিনেমা বা ওয়েব সিরিজ পাইরেসির শিকার হয়। পাইরেসি আটকাতে কড়া আইনও রয়েছে বিভিন্ন দেশে।তবে সেই শাস্তি যে মৃত্যুদণ্ড হতে পারে—সেটা মনে হয় কেউ ভাবেনি। তবে উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের নিয়মই যে আলাদা!তার ‘উদ্ভট’ দেশ শাসনের প্রমাণ পাওয়া গেল আবারও। নেটফ্লিক্সের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘স্কুইড গেম’-এর বেআইনি কপি বিক্রির অপরাধে গুলি করে মারার সাজা দেওয়া হয়েছে এক ব্যবসায়ীকে।তবে ফায়ারিং স্কোয়াডে দাঁড় করিয়ে গুলি করে মারাই শেষ নয়। যারা ওই বেআইনি কপি কিনেছেন, তারাও বাদ যাবেন না সাজার হাত থেকে। মৃত্যুদণ্ড না হলেও তাদের দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি। একইসঙ্গে এই ওয়েব সিরিজের পাইরেটেড ভার্সন যে ছয়জন দেখেছেন তাদেরও দেওয়া হয়েছে সশ্রম কারাদণ্ড।মার্কিন গণমাধ্যম ‘রেডিও ফ্রি এশিয়া’ জানিয়েছে, চীন থেকে ওয়েব সিরিজের ওই কপি আমদানি করেছিলেন দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী। তারপর ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভে ভরে তা বিক্রি করতে শুরু করেন। হাইস্কুলের এক ছাত্র তা কিনে স্কুলে নিয়ে যায় বন্ধুদের সঙ্গে দেখার জন্য। জানাজানি হতেই তা নজরে পড়ে প্রশাসনের। তারপরই ধরা পড়েন ওই ব্যবসায়ী ও ছাত্র।ইতোমধ্যে গোটা উত্তর কোরিয়ায় তল্লাশি চালিয়ে দেখা হচ্ছে এ ধরনের কোনো ঘটনা আর ঘটেছে কি-না!প্রসঙ্গত, স্কুইড গেম ওয়েব সিরিজের সম্পর্ক রয়েছে মৃত্যুর সঙ্গে। সেখানে এমন এক প্রতিযোগিতা রয়েছে, যাতে জিতলেই মিলবে বিশাল অংকের আর্থিক পুরস্কার। আর হেরে গেলে মৃত্যু। সত্যিই এ যেন এক আশ্চর্য সমাপতন!

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি