গাজীপুরে ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

গাজীপুরে ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট
গাজীপুর প্রতিনিধি : সিটি করপোরেশনের দেওয়ালিয়াবাড়ী এলাকায় ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।শুক্রবার (২৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন  দেওয়ালিয়াবাড়ী এলাকায় প্রথমে একটি ঝুট গুদামে আগুন লাগে। পরে আশপাশের আরও কয়েকটি গুদামে আগুন ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এক পর্যায়ে জয়দেবপুর ও কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে আগুনে টিনশেডের ঝুট গুদাম এবং ঝুট পুড়ছে।জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে তিনটি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের আরও দু’টি ইউনিট ঘটনাস্থলে আসছে। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত জানা যায়নি।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সলঙ্গায় ৪০ কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারী আটক

শিবচরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, নৌ-র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত