নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী মির্জা আব্বাস আগের চেয়ে কিছুটা ভালো আছেন। বুধবার(১৭নভেম্বর) দিবাগত রাতে তাকে সিসিউই থেকে কেবিনে নেওয়া হয়েছে।বৃহস্পতিবার(১৮নভেম্বর) দুপুর ১২টার দিকে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস বলেন, গতরাতে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বুকের ব্যথা কমলেও কেন ব্যথা হয়েছে সেটা এখনও সুনির্দিষ্টভাবে জানাননি চিকিৎসকরা। সেজন্য বৃহস্পতিবার পুনরায় পরীক্ষা নিরিক্ষা করা হবে।আফরোজা আব্বাস বলেন, মঙ্গলবার দিবাগত রাতে বুকে প্রচণ্ড ব্যথা হওয়ার পর রাত দেড়টার দিকে মির্জা আব্বাসকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। তিনি তার স্বামীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।তিনি আরও বলেন, আপনারা জানেন আমি জাতীয়তাবদী মহিলা দলের সভাপতির দায়িত্ব পালন করছি। বুধবার পটুয়াখালী জেলা মহিলা দলের সম্মেলন ছিল। এটি অনেক আগেই নির্ধারিত ছিল। সেজন্য সকালে হাসপাতাল থেকে সরাসরি পটুয়াখালী যাই। সেখানে সম্মেলন করে এখন ঝালকাঠী অবস্থান করছি।বৃহস্পতিবার ঝালকাঠী জেলা সম্মেলন শেষ করে রাতে ঢাকায় ফিরবো। আশা করি রাতে হাসপাতালে গিয়ে খোঁজ খবর নিয়ে মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানাতে পারবো।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।