সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে তিন এতিম শিশুকে পেটানোর অভিযোগে মাদরাসা সুপারকে আটক করেছে পুলিশ। উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে বুধবার (১৭ নভেম্বর) দুপুরে মাদরাসা সুপার মাওলানা আব্দুল মুকিতকে আটক করা হয়। এ তথ্য জানান ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান। মুকিত হাজি ইউসুফ আলী এতিমখানা হাফিজিয়া মাদরাসার সুপার।হাজী ইউসুফ আলী এতিমখানা হাফিজিয়া মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মুকিত গত বছরের ২০ ডিসেম্বর এতিমখানার তিন শিশুকে বেধড়ক মারধর করেন। সম্প্রতি ওই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর মাদরাসা সুপার আব্দুল মুকিতকে অব্যাহতি দেয় প্রতিষ্ঠানটি।ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, তাকে আমরা আটক করে থানায় এনেছি। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেয়া হবে।