ময়মনসিংহ প্রতিনিধি : সৌদি আরবে তিনতলার ছাদ থেকে পড়ে রাকিব মিয়া (২৫) নামে এক প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত রাকিব মিয়া ময়মনসিংহেরগফরগাঁও উপজেলার উস্থি ইউনিয়নের মহলুল গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে।সৌদি আরবের রিয়াদের স্থানীয় সময় মঙ্গলবার (২ নভেম্বর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গফরগাঁও উস্থি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নজরুল ইসলাম তোতা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নিহত রাকিব প্রায় সাড়ে তিন বছর আগে সৌদি আরব গিয়েছিলেন। সেখানে তিনি রিয়াদ শহরে ফ্রি ভিসায় শ্রমিকের কাজ করতেন। গত দুই মাস আগে তিনি ছুটিতে দেশে ফিরে স্থানীয় হরিপুর নূড়া পাড়া গ্রামের খোকা মিয়ার মেয়ে মীম আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর তিনি শ্বশুরবাড়িতেই ছিলেন। গত অক্টোবরের মাঝামাঝি সময়ে তিনি আবারও সৌদির রিয়াদে চলে যান। সেখানে গিয়ে কাজে যোগ দিলে মঙ্গলবার তিনতলা ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়।স্থানীয় ইউপি সদস্য মো. গেদু মিয়া জানান, ঘটনাটি দুঃখজনক। রাকিব নতুন বিয়ে করে অনেক স্বপ্ন নিয়ে প্রবাসে গিয়েছিলেন। কিন্তু তার স্বপ্ন আজ স্বপ্নই রয়ে গেল।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।