আরজে নিরবের জামিন আবেদন নাকচ

আরজে নিরবের জামিন আবেদন নাকচ
নিজস্ব প্রতিবেদক  : গুলশান থানার প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের হেড অব সেলস (কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন) কর্মকর্তা হুমায়ুন কবির ওরফে আরজে নিরবের জামিন আবেদন নাকচ করেছেন আদালত।বুধবার (৩ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত শুনানি শেষে এ আদেশ দেন।সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মো. আলমগীর হোসেন বলেন, ‘১২ লাখ ১৭ হাজার ৪৫৭ টাকা আত্মসাতের অভিযোগে গুলশান থানায় এক গ্রাহক মামলাটি দায়ের করেন। এ মামলায় গত ২৮ অক্টোবর নিরবকে গ্রেপ্তার দেখানো হয়। এদিন নিরবের পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করেছেন। ’গত ৮ অক্টোবর রাজধানীর আদাবর এলাকা থেকে নিরবকে গ্রেপ্তার করা হয়। ওইদিনই তেজগাঁও থানার মামলায় তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ১০ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর ১৮ অক্টোবর লালবাগ থানার একটি মামলায় আরও এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই মামলায় রিমান্ড শেষে ২৫ অক্টোবর তাকে আবার কারাগারে পাঠানো হয়।এরপর ২৮ অক্টোবর গুলশান থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি