নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।মঙ্গলবার (১৯ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে হলের অষ্টাম তলার বন্ধ একটি রুমে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন হলের আবাসিক শিক্ষক ড. মহসিনা আক্তার খানম।তিনি বলেন, ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে সাত মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার দেওয়ান আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত সোয়া ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের একটি কক্ষে অগ্নিকাণ্ডের সংবাদ পাই। আমাদের দুটি ইউনিট আগুন নির্বাপনে কাজ করছে।তিনি আরও জানান, শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে, তবে তেমন বড় কোনো ঘটনা ঘটেনি। আমাদের ইউনিট সেখানে কাজ করছে। বিস্তারিত এখনো জানা যায়নি।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।