নিউজ ডেস্ক : পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত ৬ কোটি ১৭ লাখ ৩১ হাজার ৭৬৩ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাবেক তত্ত্বাবধায়কসহ ৩ জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মঙ্গলবার (১৯ অক্টোবর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।সংশ্লিষ্টরা জানান, দুদক, সজেকা ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন সংস্থাটির উপ-পরিচালক আশীষ কুমার কুণ্ডু।মামলার আসামিরা হলেন- স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাবেক তত্ত্বাবধায়ক মো. নজরুল ইসলাম, তার স্ত্রী সৈয়দা তামান্না শাহেরীন এবং সৈয়দ হাসান শিবলী।জানা গেছে, পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে মানিলন্ডারিং, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত ৬ কোটি ১৭ লাখ ৩১ হাজার ৭৬৩ টাকার সম্পদ অর্জন করেছেন। যা দুদক আইন-২০০৪ এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ৪(২) এবং দুর্নীতি প্রতিরোধ আইন-১৯৪৭ এর ৫(২) মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছেন।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।