নিউজ ডেস্ক : রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য কুমিল্লায় কোরআন অবমাননার ঘটনা পরিকল্পিত কি-না তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী।দেশে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির যে অপচেষ্টা চলছে, তা নিয়ে গভীর উদ্বেগও জানিয়েছেন তিনি।এক বার্তায় তিনি সবাইকে আইনের প্রতি শ্রদ্ধা রেখে ধৈর্যের সঙ্গে এ সংকট সমাধানের আহ্বান জানান।তিনি বলেন, পবিত্র গ্রন্থের অবমাননা নিঃসন্দেহে গর্হিত কাজ। এ ঘটনার সুষ্ঠু বিচার করতে হবে ও জড়িতদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি এ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন উপাসনালয়ে হামলার ঘটনাও নিন্দনীয়। কারণ ইসলাম শান্তি-সম্প্রীতির ধর্ম। ইসলাম কখনো অন্য ধর্মের ওপর আঘাত সমর্থন করে না।প্রিয় নবী (স.) ‘মদীনা সনদ’- এর মাধ্যমে সব ধর্মের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করেছেন, তাদের নিরাপত্তা দিয়েছেন। এটাই ইসলামের আদর্শ। তিনি এ সংকটময় পরিস্থিতিতে দেশের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।