চট্টগ্রাম প্রতিনিধি : বোয়ালখালী থানার সারোয়াতলী ইউনিয়নে কবর জিয়ারত করতে গিয়ে মো. নুরুল ইসলাম (২৫) নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন।শুক্রবার (১৫ অক্টোবর) বেলা পৌনে ২টার দিকে ৯ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।নুরুল ইসলাম একই এলাকার আব্দুস শুক্কুরের ছেলে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত জেলা পুলিশের উপসহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার বলেন, জুমার নামাজ শেষে কবর জিয়ারত করতে গিয়ে মো. নুরুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। তাকে উদ্ধার করে বিকেল সাড়ে ৩টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।