বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
চট্টগ্রাম প্রতিনিধি : বোয়ালখালী থানার সারোয়াতলী ইউনিয়নে কবর জিয়ারত করতে গিয়ে মো. নুরুল ইসলাম (২৫) নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন।শুক্রবার (১৫ অক্টোবর) বেলা পৌনে ২টার দিকে ৯ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।নুরুল ইসলাম একই এলাকার আব্দুস শুক্কুরের ছেলে।  চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত জেলা পুলিশের উপসহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার বলেন, জুমার নামাজ শেষে কবর জিয়ারত করতে গিয়ে মো. নুরুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। তাকে উদ্ধার করে বিকেল সাড়ে ৩টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সলঙ্গায় ৪০ কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারী আটক

শিবচরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, নৌ-র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত